Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্থানীয় পর্যায়ে উপকরণ উন্নয়নে দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা
বিস্তারিত

বিগত ৬হতে ১০ এপ্রিল ২০১৪  পযর্ন্ত ০৫ দিন ব্যাপী স্থানীয় পর্যায়ে উপকরণ উন্নয়নে দক্ষতার বৃদ্ধিমূলক কর্মশালা হয়ে গেল। ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে ও ইউনিস্কোর কর্মশালাটি এফআইভিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

 

কর্মমালায় স্থানীয় পর্যায়ে স্থানীয় সম্পদ, দক্ষতা অভিজ্ঞতা ব্যবহার করে কিভাবে উপরকন তৈরী করা যায়। তার ব্যাপারে বিভিন্ন কৌশল পদ্ধতি শিখানো হয়। কর্মশালায় গ্রামের নিরক্ষর, স্বল্প স্বাক্ষর নারী পুরুষদের জন্য দেখার, পড়ার, লিখার ও বুঝার উপরকণ তৈরীর কলা-কৌশল শিখানো হয়। অনুশীলন পাঠে অংশগ্রহণ করীরা উপরকরনভোগী জনগোষ্টির জন্য গল্প, পোষ্টার, লুডু, ল্পিপচার্ট, ধারবাহিক চিত্র, গান ও ডিজিটাল উপকরণ তৈরী করে। যা দিয়ে শিখন নিশ্চিত করা যায়। কর্মশালায় সিলেট জকিগঞ্জ উপজেলায় পূর্ব চারিগ্রাম, পূর্ব কসকনকপুর, হাতিডহর ও অজরগ্রাম জনশিখন কেন্দ্রের সিএলসি ফেসিলেটেটরগন অংশগ্রহণ করেন। সিলেট সদর উপজেলা মোকামেরগুল, লালকাটগী, কান্দিগাও, নীলগাও, কামারটিলা জনশিখন কেন্দ্রের সিলএলসি ফেসিলেটেটরগন অংশগ্রহণ করেন। জকিগঞ্জ উপজেলা কাজলসার, সুলতানপুর এবং সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউআইএসসি পরিচালক ও এফআইভিডিবির কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। ঢাকা আহছানিয়া মিশনের জনাব শাহনেওয়াজ ও জনাব জহিরুল আলম ভূইয়া কর্মশালা সঞ্চালন করেন। এছাড়া উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিলেটের সহকারী পরিচালক, ঢাকা আহছানিয়া মিশন, ইউনেস্কো ঢাকার প্রতিনিধি ও এফআইভিডিবির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
20/04/2014