৬নং সুলতানপুর ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্ব
ডা.এনায়েত চৌধুরী
জন্ম: ১৯৭১
সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামে ১৯৭১ সালের নভেম্বর মাসে জন্মগ্রহণ করে ডা. এনায়েত চৌধুরী। পিতা: ডা. মঈজ উ্দ্দিন চৌধুরী। মাতা: মিসেস রওশন আরা চৌধুরী। ১৯৯০ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি হন। ১৯৯৭ সালে তিনি এমএমবিবিএস ডিগ্রী লাভ করেন। ১৯৯৮-৯৯ সালে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডক্টরস ক্লাবের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি ঢাকায় শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট মেডিক্যাল অফিসার হিসেবে যোগদান। ২০০৩ সাল পিএলবি সম্পন্ন করেন। ২০০৪-৫ সাল পর্যন্ত তিনি বৃটেনের ওয়ারউইক হাসপাতালে সিনিয়র হাউস অফিসার হিসাবে কাজ করেন।২০০৮ সাল বার্মিংহাম শহরে জিপি হিসেবে কাজে যোগদান করেন। বর্তমানে এসেকস এর চেডওয়েলহীথ এলাকার বাসিন্দা ডা. এনায়েত চৌধুরী ডেগেনহামে জিপি হিসেবে কর্মরত আছেন।
এম এ সোবহান
জন্ম:১৯৫৭
এম. এ সোবহান সুলতানপুর ইউনিয়নের হাজারীচক গ্রাম ১৯৫৭ সালের ফেব্রুয়ারী মাসে জন্মগ্রহণ করেণ। তার পিতা মরহুম আলহাজ্ব মুহিব আলী। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রীধারী এম.এ সোবহান, ১৯৮৬ সাল থেকে জাপানে স্থায়ীভাবে বসবাস করেন। জকিগঞ্জ সরকারি কলে প্রতিষ্ঠাকালীন কিছুদিন অধ্যাপনা করেন।
প্রকাশিত গ্রন্থ:
সর্যোদয়ের দেশে
প্রকাশকাল: ডিসেম্বর ২০০৬
প্রকাশক: ইশান প্রকাশনী, সিলেট।
৬নং সুলতানপুর ইউনিয়নে আরও অনেক প্রখ্যাক্ত ব্যক্তিত্ব আছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS